রংপুর

দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২১ , ৯:১৭:৫০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার যৌথ আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ  বাচ্চু, সাধারণ সম্পাক উত্তম কুমার রায়, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক দুর্জয় দাস তিতুন, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ অধিকারী, সহ-সভাপতি নিপেন সরকার, রণজিৎ কুমার সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, ফুলতলা কেন্দ্রীয় শশ্মানঘাট কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শিল, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন রায়, কোতয়ালী থানা কমিটির সভাপতি রনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রায়, রাজু কুমার দাস প্রমুখ।

আরও খবর

Sponsered content