আন্তর্জাতিক

তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিল সরকার

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ৪:২৯:২০ প্রিন্ট সংস্করণ

গত এক সপ্তাহে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান দেশটির মোট ৩৪ প্রদেশের মধ্যে ১০টির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার পর আশরাফ গনি নিয়ন্ত্রিত কাবুল সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে।

দেশ দখলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের মধ্যে বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে কাবুল সরকারের এই ইচ্ছার খবর জানিয়েছে।

 

কাতারে কাবুল সরকার ও তালেবান নেতাদের মধ্যে চলমান ‘আফগান শান্তি’ আলোচনা থেকে এমন প্রস্তাব এসেছে। এদিকে আজ বৃহস্পতিবার তালেবানের হাতে বিগত দশম প্রাদেশিক রাজধানী হিসেবে কৌশলগত গজনি শহরের পতন হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে সরকার ও তালেবানের মধ্যে এই শান্তি আলোচনা চলছে। কিন্তু একদিকে যেমন আলোচনা চলেছে, অপরদিকে তেমন আফগানিস্তানজুড়ে তালেবান যোদ্ধারা সরকারি বাহিনীর কাছ থেকে একের পর এক অঞ্চল দখল করেছে।

বিস্তারিত আসছে…

আরও খবর

Sponsered content

Powered by