প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ৩:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচপাম্পের বিদ্যুতের লাইনে দুই ছেলে এবং তাদের বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে এক ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের নাম আজিজুল ইসলাম (৪৫)। বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন তার বাবা নুর ইসলাম ও ছোট ভাই নুরনবী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৃতের চাচাতো ভাই হযরত আলী জানান, রবিবার সকালে আজিজুল ইসলাম জমিতে সেচ দিতে বাড়ির পাশের সেচপাম্প ঘরে যান। সে সময় তিনি ভেজা হাতে বিদ্যুতের পাম্পের সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পাশে থাকা বাবা ও ছোট ভাই তাকে উদ্ধারে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় পাশে থাকা হযরত আলী দ্রুত গিয়ে মেইন সুইচ অফ করে দেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোমায়রা খাতুন বলেন, ‘আজিজুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
ওসি নওয়াবুর রহমান বলেন, ‘একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনও খবর পাইনি।’