রাজশাহী

দুপচাঁচিয়া পৌরসভার বাজেট ঘোষণা

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৭:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : নতুন করারোপ ছাড়াই বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ৪৪কোটি ৮০লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ৮৯লাখ, উন্নয়ন সহায়তা মঞ্জুরী ৫ কোটি ৩০ লাখ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৭ কোটি, বৃহত্তর বগুড়া পাবনা প্রকল্প খাতে বরাদ্দ ১০ কোটি, ইউজিআইআইপি-৪ প্রকল্প খাতে বরাদ্দ ১০ কোটি, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্প হতে আয় ১ কোটি ৫০লাখ টাকা মোট আয় ৪৪ কোটি ৬৯ লাখ টাকা এবং রাজস্ব স্থিতি ১১ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৪৫ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৫লাখ টাকা। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবু মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ১নং প্যানেল মেয়র ইদ্রিস আলী, ২নং প্যানেল মেয়র মহিদুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র জাহানারা বেগম, কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউসুফ আলী মহলদার মানিক, আশরাফুজ্জামান সাগর, রেজানুর রহমান তালুকদার রাজিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিপা বেগম, শিল্পী খাতুন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by