চট্টগ্রাম

দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া লামার রাস্তায়

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৪:২৩:১৯ প্রিন্ট সংস্করণ

দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া লামার রাস্তায়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ৭নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া লামার রাস্তায়।

রাস্তাটির আব্দুল মতলব সওদাগরের বাড়ি থেকে কমল মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটারের মতো অংশে রাস্তার অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেছে। দীর্ঘ দেড় যুগেও রাস্তাটি সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল দূরে থাক পায়ে হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে ওই এলাকাবাসির। পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এই রাস্তাটি দিয়ে চলাচলরত জনসাধারণকে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া রাস্তার পাশ্ববর্তী শঙ্খচরের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শঙ্খ চরে উৎপাদিত কৃষি পণ্য বাজারে আনা, নেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার কৃষকদের। রাস্তার কারণে সময় মতো বাজার ধরতে পারছেন না কৃষকেরা। বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তায় ছোট ছোট যানবাহন একবার গর্তে পড়ে গেলে ৭/৮ জন মিলে টেনে তুলতে হয়। প্রায় দেড় শতাধিক পরিবারের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকলেও কর্তাব্যক্তিদের নজরে আসছে না। জনদুর্ভোগ লাঘবে ব্রিক সলিং থেকে আরসিসি ঢালাই রাস্তায় উন্নীতকরণের দাবি জানিয়ে এলাকাবাসী পৌরসভার প্রকৌশল বিভাগে দুই দফা আবেদন করার পর পৌর কর্তৃপক্ষ সড়কটি দুই দফায় পরিমাপ করলেও অদ্যাবধি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে ব্রিক সলিং থাকলেও কোন কোন অংশে ইট না থাকায় স্থানীয়রা মাটি দিয়ে গর্ত ভরাট করে চলাচল উপযোগী করেছেন। কোন কোন অংশে মূল সড়ক মাটির সাথে মিশে গেছে। বর্ষা মৌসুুমে একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যানচলাচল দূরে থাক পায়ে হেঁটে চলাই কষ্টসাধ্য হয়ে পড়ে এলাকাবাসীর।

এলাকাবাসীর অভিযোগ- বিগত দেড় যুগ আগে মাটির রাস্তা থেকে ব্রিক সলিং দ্বারা উন্নয়ন করা হলেও এরপর এই রাস্তাটির আর কোনো কাজ হয়নি। দোহাজারী ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হওয়ার পর বিগত ৮ বছরে পৌরসভার অন্যান্য এলাকায় উন্নয়ন কাজ হলেও এই রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রায় দেড় শতাধিক পরিবারের মানুষের পাশাপাশি শঙ্খচরের কয়েকশো কৃষক এই রাস্তা দিয়ে চলাচল করলেও স্থানীয় জনপ্রতিনিধিরা এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেননি। একাধিকবার আশ্বাস দিলেও কাজ হয়নি। দিনদিন রাস্তাটি মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হলেও দেখার যেন কেউ নেই।

ইউনিয়ন থাকা অবস্থায় সংস্কারবিহীন পড়ে থাকা এই সড়কটি পৌরসভায় উন্নীত হওয়ার আট বছর পরেও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম মুন্সী, মোজাম্মেল হক বাবু, আব্দুল মালেক, ওমর মিয়া, সকির আহম্মদ ও আব্দুল হাফেজ বলেন- পৌরসভার ইঞ্জিনিয়ারেরা বেশ কয়েকবার পরিমাপ করে নিলেও রাস্তাটি অদ্যাবধি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর মাঝে হতাশা বিরাজ করছে। তাই দ্রুততম সময়ে সড়কটি ইটের সলিং থেকে আরসিসি ঢালাই সড়কে উন্নীতকরণের দাবি জানাচ্ছি।

এব্যাপারে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন বলেন, সম্প্রতি পৌরপ্রশাসক ডিপ্লোমেসি চাকমা মহোদয় সহ রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছি। রাস্তাটি আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করার জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। এটি অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র আহ্বান করে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এবিষয়ে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, “গত ১৮ নভেম্বর দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় ৭নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকার উক্ত রাস্তাটিও সরেজমিনে পরিদর্শন করেছি। এসময় প্রকল্প গ্রহনযোগ্যতা যাচাই-বাছাই করে উক্ত রাস্তাটি ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক  উন্নয়ন কর্মসূচির আওতায় আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন কাজ বাস্তবায়ন করার জন্য প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।”

আরও খবর

Sponsered content