চট্টগ্রাম

দেবিদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : করোনার এই মহামারী সময়ে দেশের অনেক ডাক্তার যখন চিকিৎসা সেবা দিতে গড়িমসি করছে, সেখানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা: এস এম বাকী বিল্লাহ। নিজ গ্রাম মোহাম্মদ পুরে চলে এসেছেন অসহায় রোগীদের চিকিৎসা দিতে। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মোহাম্মদপুর গ্রামে মোহাম্মদ পুর ইসলামীয়া আলীম মাদ্রাসায় মাওলানা মোহাম্মদ আলী সাহেবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের। বুধবার সকাল ৮টার দিকে ক্যাম্পের উদ্বোধন হয়। ক্যাম্প চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন ডা: এস এম বাকী বিল্লাহ এর পিতা মাওলানা মোহাম্মদ আলী। ক্যাম্পে উপস্থিত ছিলেন মোহাম্মদ পুর ২ নং ওয়ার্ড মেম্বার মজিবুর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আবুল হোসেন, সাংবাদিক মো. শাহজালাল প্রমুখ। ক্যাম্পে এসে ১টি বুথে থাকা চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান কয়েকশ রোগী।

আরও খবর

Sponsered content