
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দেওয়ানহাট পদ্মপুকুর পাড় এলাকায় তাজুর মুল্লুক এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
অগ্নিকাণ্ডে আলী আকবরের ছেলে লোকমান আলি ও মৃত কামাল উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগমের বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল তিনটায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান জানান, “অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অগ্নি নির্বাপণ করতে সক্ষম হয়। স্থানীয়রা জানিয়েছেন সকাল থেকে ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না এবং ক্ষতিগ্রস্থদের রান্নাঘরও বসতঘরের বাইরে। তদন্তসাপেক্ষে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।”