প্রতিনিধি ২৫ মে ২০২২ , ৫:২২:৪৫ প্রিন্ট সংস্করণ
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে শিক্ষা বিভাগের সার্ভার জটিলতায় শিক্ষার্থীদের উপবৃত্তি নিববন্ধন কার্যক্রম ব্যাহত হওয়ায় ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ হাজারের বেশি শিক্ষার্থীর উপবৃত্তি না পাওয়ার আশঙ্কা রয়েছে। সার্ভার জটিলতার কারণে এখন পর্যন্ত উপজেলা শিক্ষা বিভাগে দৌলতখানের কোন প্রাথমিক বিদ্যালয়ও উপবৃত্তির নিবন্ধন ফরম জমা দিতে পারেনি। ফলে মধ্যবিত্ত শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। উপজেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১০৬টি। প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পে’র আওতায় রয়েছে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী।
গত ১৬মে থেকে ২২ মে পর্যন্ত এসব শিক্ষার্থীদের অনলাইনে উপজেলা শিক্ষা বিভাগের (সার্ভারের) মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করার নির্দেশনা থাকলেও সার্ভার জটিলতার কারণে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত উপবৃত্তির নিবন্ধন ফরম জমা দিতে পারেননি। এতে প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগ ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে চরম হতাশা।
দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান জানান, ১৬ তারিখ থেকে এখন পর্যন্ত সার্ভার জটিলতার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন সার্ভারে ডাটা এন্টি করতে সমস্যা হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।
সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম জানান, সফটওয়ারের কারিগরি ক্রুটির কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের তথ্য এন্টি করতে না পারায় আমাদের স্কুলের মত উপজেলার সকল স্কুলই ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিভাবকেরাও উপবৃত্তির টাকা না পেয়ে হতাশ।
দৌলতখান উপজেলা শিক্ষা কমকর্তা মোহাম্মদ হোসেন জানান,সার্ভার জটিলতায় দৌলতখানের ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নিবন্ধন কার্যক্রম ব্যাহত হয়েছে।বিষয়টি আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি।