বাংলাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৪ , ২:৩৫:৪৪ প্রিন্ট সংস্করণ

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ছবি: সংগৃহীত

সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঘরে ঘরে ঈদ উপলক্ষ্যে আজ নানা আয়োজন। অলিগলিতে বাহারি রকমের পাঞ্জাবি, টুপি পরিহিত লোকজনের উপস্থিতি। ঈদের নামাজ শেষে হাসিমুখে কোলাকুলি, করমর্দনের পর একে অপরকে বাড়িতে টেনে নিচ্ছেন।

৩০ দিন সিয়াম সাধনার পর মুসলমানরা আজ ঈদ উদযাপন করছেন। রাজধানীসহ সারা দেশে মানুষ ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন। সবাই পরিবারসহ একে অন্যের বাড়িতে যাচ্ছেন, কুশল বিনিময়, খাওয়া-দাওয়া করছেন।

সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজধানীসহ পুরো দেশেই সুষ্ঠু-সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানীতে বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে শুরু করে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

আরও খবর

Sponsered content

Powered by