চট্টগ্রাম

ধর্ম স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে মানবতা নয় : মুফতি হারুন ইজহার

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৪ , ৬:২৬:০৫ প্রিন্ট সংস্করণ

ধর্ম স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে মানবতা নয় : মুফতি হারুন ইজহার

হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, ফ্যাসিবাদী শক্তি এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রতিবিল্পবের নেশায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে ‘ইসকন’ নামের সন্ত্রাসী সংগঠনকে মাঠে নামিয়েছে। তাদের প্রতিহত করতে হবে শক্ত হাতে। এখানে ধর্ম আর স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে মানবতা দেখানোর সুযোগ নেই।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টায় জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ভারতীয় সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের ‘বাংলাদেশবিরোধী অপপ্রচার’ বন্ধের দাবিতে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে হেফাজতে ইসলামের যাত্রাপূর্ব সমাবেশ এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শুধু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, এর পিছনে মূল চালিকাশক্তি ছিল হিন্দুস্থানী আধিপত্যবাদ। তারা দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে।
তারা এখন ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা সাধারণ হিন্দুদের অর্থের লোভ দেখিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু সাধারণ হিন্দুরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। পা দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন। যেভাবে তারা আইনজীবী আলিফকে হত্যা করেছে, তা পুরো দেশকে হতবাক করেছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রার কর্মসুচি বদল করে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ।

আরও খবর

Sponsered content