প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২০ , ৪:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের (বিআরডিবি) আয়োজনে ৭০জন কৃষক কৃষাণির মাঝে বিভিন্ন জাতের উচ্চমূল্যের অপ্রধান শস্য বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা বিআরডিবি অফিসে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিআরডিবি’র আওতাধীন সুফল ভোগীদের হাতে এসব শস্য বীজ তুলে দেয়া হয়। ধুনট উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মুঞ্জু, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম ও মাঠ সংগঠক আব্দুল কুদ্দুস প্রমুখ।