চট্টগ্রাম

সীতাকুণ্ডে ভেসে আসা মহিষ নিয়ে সংঘর্ষ, আহত ২

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৬:২৮:২১ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের এর প্রভাবে জোয়ারের পানিতে ভাষানচর ও উরিরচর থেকে ভেসে আসা মহিষ নিয়ে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জুটিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে সাতজনকে আসামী করে সি.আর, মামলা দায়ের করা হয়েছে। মামলার সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের এর প্রভাবে জোয়ারের পানিতে ভাষানচর ও উরিরচর থেকে ভেসে আসা একটি মহিষ জনৈক ইলিয়াস উদ্ধার করে নিজের হেফাজতে রাখে। এসময় স্থানীয় রাকিবুল ইসলাম, তোহিদুজ্জামান, আপেল মাহমুদ, রায়হান, মুন্না, রানা দাশ এবং কানু নামে কয়েকজন যুবক মহিষটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কুমিরা রাজাপুরের ফয়েজ আহম্মদের বাড়ীর মৃত মো.সোলোয়মানের পুত্র মো. ইলিয়াজ ও ঘাটঘর এলাকার আফাজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিন বাঁধা প্রদান করলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের উপর হামলা করে মারাত্মক জখম করে। এসময় রক্তাক্তবস্থায় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৬ নং ওয়ার্ড়ে ভর্তি করে। এঘটনায় আহত ইলিয়াসের ভাই মো. ইব্রহিম হোসেন জিতু বাদী হয়ে গতকাল চট্টগ্রাম জুটিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে সাতজনকে আসামী করে সি.আর, মামলা দায়ের করেন। আদালত মামলাটি সীতাকুণ্ড থানাকে এজাহার ভুক্ত করার জন্য আদেশ দেয়। এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মামলা আদেশ হাতে পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by