
বগুড়ার ধুনট উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন।
এ উপলক্ষে উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুর রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দর্শ বিষয়ক সম্পাদক সুমন আলম ও কোষাধক্য মোস্তফা কামাল।