রাজশাহী

ধুনটে বিশ্ব আলোকচিত্র দিবস পালিত

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৬:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই সদ্য প্রয়াত দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের স্মরণে দাঁড়িয়ে নিরবতা কর্মসূচি পালন করা হয়। পরে ধুনট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য সিনিয়র ফটো সাংবাদিক জাহিদ হাসান, দৈনিক প্রথম আলো’র ধুনট প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা ও সিনিয়র স্পোর্টস রিপোর্টার জাফিউল ইসলাম বাবু। অনুষ্ঠানে ধুনট ফটোগ্রাফিক সোসাইটির প্রধান সমন্বয়ক এসএম আরিফুল আমিন প্লাবন, সহসভাপতি আব্দুল্লাহ আল কাওসার, যুগ্ম সম্পাদক নিত্যানন্দশীল, সিনিয়র মডারেটর সাগর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content