দেশজুড়ে

ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৮:১২:৪১ প্রিন্ট সংস্করণ

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল হাই খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ শনিবার দুপুর ১টার দিকে চিকাশি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন শিপন মিয়া, মোখলেছার রহমান, বুলবুল আহমেদ ও সিরাজ উদ্দিন। বক্তারা বলেন, চাকরি দেওয়ার নাম করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার স্ত্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে অনেক পরিবারকে নিঃস্ব করেছে। আদালতে তাদের দুই জনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধিন রয়েছে। মানববন্ধনের মাধ্যমে নিঃস্ব পরিবারগুলো টাকা ফেরৎ দেওয়াসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে আ.লীগের দলীয় পদ থেকে বহিস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।


এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও তার স্ত্রীর সাথে একাধিকবার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content