প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৩:৫৪:৫৪ প্রিন্ট সংস্করণ
বগুড়ার ধুনট প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট প্রেসক্লাব চত্ত¡রে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা জানান ধুনট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি রেজাউল হক মিন্টু, সহসাধারণ সম্পাদক বাবুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক ইমরান, কার্যনির্বাহি সদস্য মাসুদ রানা, সদস্য জাহিদুল ইসলাম, ধুনট ফটোগ্রাফিক সোসাইটির সমন্বয়ক আরিফুল আমিন প্লাবন, সহসভাপতি ইমরুল হাসান বাপ্পি, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ শীল, অর্থ সম্পাদক রনি চক্রবর্তী ও প্রদর্শনী সম্পাদক আশিক মাহমুদ প্রমুখ।