ঢাকা

গাজীপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ৮:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর নগরের ভোগড়াবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় পাঁচ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পরে ভোগড়া বাজার এলাকায় পাঁচটি দোকান/গুদাম থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়। এসময় দোকান মালিক সোহাগ, মো. রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউর রহমানকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by