রাজশাহী

নওগাঁয় উদ্ধারকৃত ১১ টি কষ্টি পাথরের মূর্তি জাদুঘরে হস্তান্তর

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৩০:৪২ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সীমান্তে উদ্ধারকৃত ১১ টি কষ্টি পাথরের মূর্তি জাদুঘরে হস্তান্তর করেছে ১৬ বিজিবি। ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে টাস্কফোর্স ও বিশেষ অভিযান পরিচালনা করে মূল্যবান মূর্তিগুলো উদ্ধার করে বিজিবি। রোববার বিকেলে নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলে মূর্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। পাহাড়পুর প্রতœতাত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য রাজশাহী প্রতœতত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে মূর্তিগুলো হস্তান্তর করেন প্রধান অতিথি। এসময় ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম পিএসসি, উপ অধিনায়ক এটিএম আহসান হাবীব, পাহাড়পুর যাদু ঘরের কাস্টডিয়ান ফজলুল করিম আরজুসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তারা জানান, হস্তান্তরকৃত মুর্তিগুলোর ওজন ২৭০ কেজি। যার আনুমানিক মূল্যে ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।