বরিশাল

নদীর মোহনা থেকে জেলে বিহীন ভাসমান ট্রলার উদ্ধার

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ৪:৫৬:৪২ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

গভীর সমুদ্রে চলা নিম্নচাপের প্রভাবে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে শতশত মাছ ধরা ট্রলার নিরাপদে ফিরে এলেও একটি জেলেবিহীন মাছ ধরা ট্রলার ভাসতে দেখা যায় সমুদ্রে।

বুধবার (১০ আগস্ট) সকাল থেকে বরগুনার পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী দুইনদীর মোহনায় লালদিয়া চরে নামক স্থানে ট্রলারটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। তবে ট্রলারে কোনো জেলেকে দেখা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

গোলাম মোস্তফা চৌধুরী ভোরের দর্পনকে জানিয়েছেন , লালদিয়ায় ভাসতে থাকা ট্রলারটির নাম এফবি মা-বাবার দোয়া‌। ধারণা করা হচ্ছে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় ঝড়ের কবলে পড়ে অথবা ইঞ্জিন বিকল হয়ে পরেছে। কোস্টগার্ডের এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে ট্রলারটি চট্টগ্রামের বাঁশখালী এলাকার। তবে ওই ট্রলারের জেলেদের সবশেষ অবস্থা কি তা জানা সম্ভব হয়নি।

এ বিষয় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব. লে. ফজলুল হক ভোরের দর্পনকে বলেন, নদীর মোহনায় এফবি মা-বাবার দোয়া‌ নামক ট্রলারটি জনমানবহীন অবস্থায় উদ্ধার করা হয়। আমরা জানতে পেরেছি উদ্ধারকৃত ট্রলারটির ১৯ জন জেলেকে গতকাল রাতে মায়াপুরের স্থানীয় জেলেদের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ব্যলে জানিয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content