দেশজুড়ে

নন্দীগ্রামে আ’লীগের বর্ধিত সভা

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৩:২৫:১১ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

 

দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখতে ও সংগঠনকে শক্তিশালীকরণের লক্ষে এবং আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় করতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চনালয়ে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, একরাম হোসেন, মোরশেদুল বারী, জুলফিকার আলী, কালিপদ রায়, মখলেছুর রহমান, নিকুঞ্জু চন্দ্র, মিজানুর রহমান, মোতাহার আলী, আনিছুর রহমান আলো, মুক্তার হোসেন, মোফাজ্জল হোসেন, আবু বক্কর, সেকেন্দার আলী, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, অধির চন্দ্র প্রমুখ।