বরিশাল

মঠবাড়িয়ায় সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের পশ্চিম ভেচকী গ্রামের আব্দুল মালেক শিকদারের পরিবারকে নানা ভাবে হয়রানীর অভিযোগে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল মালেক শিকদারের ছেলে মো. আলাউদ্দিন। লিখিত বক্তব্যে বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী পূর্ব শত্রæতার জেরে পরিকল্পিতভাবে গত ৬ সেপ্টেম্বর আমাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় বারান্দায় থাকা ১লক্ষ টাকা দামের ১টি গরু ও ডাকাতের ভয়ে গরু রাখার ঐ ঘরের চালায় গুজে রাখা ৩ লক্ষ ৫০ হাজার টাকা পুরে যায়। এঘটনায় জড়িত থাকায় সাব্বির, মারুফ, রাজিব, জুয়েল, লিখন, কামাল, হুমায়ুন, আরিফ ও জারিফ কে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করি। মামলা করার পরে আসামীরা আরও বেপরোয়া হয়ে নানা হুমকি ধামকি দিয়ে আসছে। এমনকি পরিবারসহ সবাইকে দিনে দুপুরে জবাই খালে ফেলে দিয়ে ঘর বাড়ী দখলেরও হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, আসামী সাব্বিরের নামে ৫টি এফ আই আর মামলা আছে এবং ছাত্রলীগের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা ও রাতের আধারে মাদ্রাসা ছাত্রীকে জিম্মী করে অপহরণ করার মামলা আছে, আসামী মারুফের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। আসামী রাজিব মাদক মামলার আসামী। আসামী জুয়েল শিশু ধর্ষন মামলায় জেল খেটেছে। উপরোল্লিখিত সকল আসামী মাদক ব্যবসার সাথে জড়িত। সংবাদ সম্মেলনে আরও বলেন, ১নং আসামী সাব্বিরের মা পারুল বেগম গত ১৪ সেপ্টেম্বর মঠবাড়িয়া রিপোটার্স ইউনিটি নামে একটি ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আমাদের গরু ও টাকা পুড়ে যাওয়ার মামলাটিকে মিথ্যা বলে অপ্রপ্রচার করেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তারা আমার বাবাকে স্বাধীনতা বিরোধী বলে অপপ্রচার করেন যা একেবারে ভিত্তিহীন ও বানোয়াট। স্বাধীনতার সময় আমার বাবার জন্মই হয়নি। কিন্তু আমার বাবা আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী। আমরা একটি নিরীহ পরিবার আমরা যাতে ওই সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ থাকতে পারি সেজন্য প্রশাসনকে উক্ত আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by