রাজশাহী

নন্দীগ্রামে কুশপুত্তলিকা দাহ, দীর্ঘ মানববন্ধন

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ৪:৫১:৪৪ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে নন্দীগ্রামের দামগাড়া থেকে ওমরপুর পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন। এছাড়া বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা মামলার ষড়যন্ত্রকারী বিএনপির এমপি মোশারফ হোসেন, আ.লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসনাত আলীর কুশপুত্তলিকা দাহ করে। শনিবার বেলা ১২ টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ২৫টি সংগঠনের প্রায় ২ হাজার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মোরশেদুল বারী, মখলেছুর রহমান মিন্টু, একরাম হোসেন, কালিপদ রায়, জুলফিকার আলী, মোতাহার আলী, নিকুঞ্জু চন্দ্র, আনিছুর রহমান আলো, মিজানুর রহমান, হাফিজুর রহমান নান্টু, মোফাজ্জল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এমপি মোশারফ হোসেন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাতকে সাথে নিয়ে নন্দীগ্রামের শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন ধ্বংসের পায়তারা করছে। এক্ষেত্রে রানার বিএনপি-জামাত পন্থি ভায়রারা এমপি সঙ্গে যোগসাযোশ করে ভূমিকা রাখছে। এছাড়া রানার সাধারণ সম্পাদক পদ নিয়ে মিথ্যা ষড়যন্ত্র করে অনেকেই সম্পাদক হওয়ার স্বপ্ন দেখছেন। বক্তারা দলীয় সকল নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অপরদিকে দুপুর ১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের আরেক পক্ষ হাইব্রিড বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত প্রমুখ।

Powered by