রাজশাহী

নন্দীগ্রামে করোনার নমুনা সংগ্রহের ‘ঝুঁকিমুক্ত’ বুথ চালু

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৬:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহে ‘ঝুঁকিমুক্ত’ বুথ স্থাপন করা হয়েছে। উপজেলায় এ নিয়ে দুটি নমুনার সংগ্রহের বুথ চালু হয়েছে। চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্তভাবে করোনার নমুনা সংগ্রহের বুথটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার। মঙ্গলবার থেকে পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ বুথটি স্থাপন করা হয়েছে। পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে শনিবার, সোমবার ও বুধবার এবং উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার করোনার নুমনা সংগ্রহ করা হবে। ফি সরকার নির্ধারিত ২০০ টাকা দিতে হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনার নমুনা সংগ্রহের সময় চিকিৎসক-নার্সদের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এতে অনেক স্বাস্থ্য কর্মী নমুনা সংগ্রহের কাজে যেতে ভয় পান। এই পদ্ধতির কারণে এখন আর কোনো ঝুঁকি থাকল না। ঝুঁকিমুক্তভাবেই স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করতে পারবেন।

আরও খবর

Sponsered content

Powered by