দেশজুড়ে

নবীনগরে ১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকা ডুবি

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২০ , ৭:০০:২৫ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। উপজেলা সদরের স্পিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে যাচ্ছিল। চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির  ডিলার জিয়াউদ্দিন এর। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজামান মনির। তিনি জানান, চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
 

আরও খবর

Sponsered content

Powered by