ঢাকা

নরসিংদীতে এসিল্যান্ডের হস্তক্ষেপে সাড়ে ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার    

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ২:৪৯:২৩ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম নরসিংদী প্রতিনিধিঃ
সরকারি স্বার্থ,সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন,নরসিংদী।”এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে জেলা প্রশাসন   নরসিংদী এর ধারাবাহিকতায় গত ৫জানুয়ারি  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশনা মোতাবেক এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসলিমা আক্তার মহোদয়ের তত্ত্বাবধানে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযান  পরিচালনা করেন  সহকারী কমিশনার ভূমি (নরসিংদী সদর) মোঃশাহ্ আলম মিয়া ।  এসময় মহিষাশুড়া ইউনিয়ন ভূমি অফিসের দড়িগাজী এলাকায় গাজীরগাঁও মৌজায় ১৪৫ নং দাগে ০১ নং খাস খতিয়ান ভূক্ত ১৫০ শতাংশ জমি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০৪কোটি ৫০লক্ষ টাকা ) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়।
এ অভিযানে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব এনামুর রহমান শাহীন,ইউপি মেম্বার,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান জেলা প্রশাসন নরসিংদ।

আরও খবর

Sponsered content

Powered by