দেশজুড়ে

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ছাড়াল ৫ হাজার

  প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৬:৩৪:১০ প্রিন্ট সংস্করণ

করোনা উপসর্গ নিয়ে সিলেটে একদিনে ৩ জনের মৃত্যু 

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ হাজার ছাড়িয়েছে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরো ৩ জন। এই নিয়ে করোনায় জেলায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। গত একদিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন রূপগঞ্জের এবং একজন সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। রূপগঞ্জে মৃত্যুবরণ করেছেন এক নারী (৬৫) ও এক পুরুষ (৫৫)। নাসিক এলাকায় মারা গেছেন ২৬ বছরের এক তরুণী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ৪২ জন। এ নিয়ে ভাইরাসে জেলায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১ জন। আজ রোববার (২৮ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটিতে মারা গেছেন ৬১ জন ও আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও আক্রান্ত ১ হাজার ১৯৪ জন। বন্দরে আক্রান্তের সংখ্যা ১৭২ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৬৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁওয়ে আক্রান্ত ৪৪৪ জন ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও ৯৮৫ জন আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট ২৪ হাজার ৩৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩২ জনের। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে সিটি এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জ উপজেলার ১৯২ জন, আড়াইহাজার উপজেলার ৩১৫ জন, বন্দর উপজেলার ৬৬ এবং সোনারগাঁও উপজেলার ১৭৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, জেলায় আক্রান্ত এবং মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারও কম নয়। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সব ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, জেলার ১৯টি এলাকাকে ঝুঁকিপূর্ণ ও রেড জোন হিসেবে চিহ্নিত করে পরবর্তী নির্দেশনার জন্য কয়েকদিন আগে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে লকডাউনের ব্যাপারে নতুন করে কোন নির্দেশনা আসেনি। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী আমরা কাজ করব।

আরও খবর

Sponsered content

Powered by