বাংলাদেশ

বিএনপি যেভাব তত্ত্বাবধায়ক সরকার চায়, জানালেন ওবায়দুল কাদের

  প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৪:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আইনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়, সেই মৃত তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি আবারও জীবিত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আবারও এক-এগারোর মতো তত্ত্বাবধায়ক সরকার চায়, যেন তারা নির্বাচনে গ্যারান্টি সহকারে জিততে পারে।’

একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীতে কোন দেশেই তত্ত্বাবধায়ক নামের কোনো সরকার নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচন করবে।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান গভমেন্ট নির্বাচন করবেন। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে কোনো প্রকার চাপ দেখিনি। শুধু নিরপেক্ষ নির্বাচনের পরামর্শ ছিল।’

তিনি বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতার মানেই হলো বিএনপির পক্ষপাতিত্ব করা, নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চয়তা দেওয়া।

নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে সকল প্রকার সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by