দেশজুড়ে

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৫:৪৫ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছর বয়সী একজন মাদ্রাসা শিক্ষার্থী  নিহত হয়েছে৷ নিহত শিক্ষার্থী উপজেলার গোবিন্দনগর চারআনী এলাকার মো. জাকির হোসেনে’র ছেলে মো. কাউসার। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গোবিন্দনগরের চারআনী এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, ঘটনার স্থলে কেউ ছিলো না। মসজিদে নামাজে থাকাকালীন শব্দ পাওয়া যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখা যায় ট্রাক্টরটি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এবং পিছনে চাকার নিচে খেয়াল করলে দেখা যায় বাচ্চাটি’র থেতলানো দেহ আর রক্ত। তা দেখে এলাকার সবাই ক্ষিপ্ত হয়ে সেই মাটিবাহী ট্রাক্টরটি ভাঙচুর করে। ঘটনাস্থলে গাড়ীর ড্রাইভার’কে পাওয়া যায় নি। হয়তো ঘটনা ঘটার পরপরই ড্রাইভার পালিয়ে যায়। 

এবিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content