দেশজুড়ে

নালিতাবাড়ীতে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার 

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৪:০৭:০৫ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার 

শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রবিবার (০৯মার্চ) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে পৌর শহরের গোবিন্দনগর ছয়আনী পাড়া নদীর পানিতে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ বেলা বারোটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় ।

তিনি বলেন, নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে, এ বিষয়ে খোঁজ নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

আরও খবর

Sponsered content