রাজশাহী

নিয়ামতপুরে মা সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৮:২৪:৫৪ প্রিন্ট সংস্করণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বালিচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার গুনগতমান উন্নয়ন, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধকল্পে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বালিচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের এসএমসির সভাপতি নুর মোহাম্মদ মন্ডল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রনজিৎ শিকদার, মাকসুদুল হক, আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

আরও খবর

Sponsered content