বিনোদন

শেষ হলো “কি ভাগ্য” নাটকের শুটিং

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৬:২৯:১৩ প্রিন্ট সংস্করণ

 

বিনোদন ডেস্কঃ
শেষ হলো “কি ভাগ্য” নাটকের শুটিং। রূপগঞ্জের নিলামার্কেট এলাকার বিভিন্ন লোকেশনে শেষ হয় এই নাটকটির শুটিং।

হিরন সোহেলের রচনা ও পরিচালনায় একদিকে পরিচালককে দেখা যাবে নায়কের চরিত্রে। অন্যদিকে তার সাথে নায়িকার চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, শফি খান দিলু, তমাল, শামীম হোসেন, মশিউর রহমান ও সেলিম সাকিসহ আরো অনেকে। নাটকটির প্রযোজনা করেছেন কামরুল হাসান ও চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান আসাদ।

ধনাঢ্য পরিবারের সন্তান একমাত্র অবলম্বন জহুরার সাথে প্রেমের নিবিড় সম্পর্কে নিম্নবিত্ত হারিসের বিয়ে হয়। এই বিয়ে জহুরার পরিবারের কেউই মেনে নিতে পারেনি। শ্বশুর বাড়ি পক্ষের লোকজন হারিসের উপর চালায় নানা নির্যাতন। এরই মাঝে জন্ম নেয় একটি ছেলে সন্তান। এই ছেলে সন্তানকে বাবা হারিস লালন-পালন করতে থাকেন। চলমান শ্বশুর বাড়ির নির্যাতনে হারিস পাগল হয়ে যায়। এর কিছুদিন পরে সে মৃতু্বরণ করেন। ওদিকে সমাজের অবজ্ঞা আর অবহেলায় বেড়ে ওঠে ওই ছেলে সন্তানটি। তবে তার চোখে মূখে লেগে থাকে প্রতিশোধের আগুন। অতিবাহীত হতে থাকে কয়েকটি বছর। এক পর্যায়ে সে প্রতিশোধ নিতে চলে যায় তার নানা বাড়িতে। সামনের দিকে এভাবেই নাটকটির কাহিনী অগ্রসর হতে থাকে।

“কি ভাগ্য” নাটকটি একটি সচেতন মূলক নাটক, এটি সকলের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাটকটির পরিচালক হিরন সোহেল।

আরও খবর

Sponsered content

Powered by