দেশজুড়ে

উদ্বোধনের ১১ বছরেও ইউনিয়ন পরিষদে যাননি চেয়ারম্যান

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৩ , ৩:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

উদ্বোধনের ১১ বছরেও ইউনিয়ন পরিষদে যাননি চেয়ারম্যান

২০১২ সালের জুলাই মাসে উদ্বোধন করা হয় ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের। এরপর থেকে একদিনের জন্যও সেখানে যাননি ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু। অব্যবহৃত থেকেই এখন জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি।

আর ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চালানো হয় একটি টিনের চাপড়ি ঘরে। জানা যায়, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের

বাউরিয়া এলাকায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ৮৪ লাখ ৭৭ হাজার ৭৫০ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়। ২০১১ সালের ডিসেম্বর মাসে ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়। ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান হোসেন বলেন, আমার বাড়ির সামনেই ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে একদিনের জন্যও এই ইউনিয়ন পরিষদে আসেননি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু। ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি অনেক দূরে হওয়ায় সেখানে যাচ্ছি না। জনগণের যেখানে সুবিধা হচ্ছে আমি সেখানে বসছি।

আরও খবর

Sponsered content

Powered by