প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৩:৫৩:৫৩ প্রিন্ট সংস্করণ
নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার যৌন নিপীড়নের প্রতিবাদে ওই কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা।
কর্মসূচি চলাকালে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মো. মাহির মিলন। সাধারণ সম্পাদক নাজমুদৌলা ইমন এর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য দেন সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেনসহ অনেকে।