দেশজুড়ে

নোবিপ্রবিতে ঈদ-উল আযহার ছুটি শুরু ১১ জুন

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৪:২৪:৫৫ প্রিন্ট সংস্করণ

নোবিপ্রবিতে ঈদ-উল আযহার ছুটি শুরু ১১ জুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুন ১১ থেকে জুন ২২ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ ছুটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য স্ব-স্ব বিভাগ ও দফতর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।