রংপুর

ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৫:৪৯:৩২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়। বৃহস্পতিবার দিবসটি পালনে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ও জেলা আ’লীগের সহযোগিতায় অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম), জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সঙ্গীতানুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান শেষে বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by