প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ৭:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আমন্ত্রিত অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী খন্দকার ইসতিয়াক আহমেদ এবং নোয়াখালীর এসপি (ইনচার্জ) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদের এ বিশ্ব হলো বর্তমানে অবাধ স্বাধীনতার সময় ভোগের। কিন্তু এর সাফল্য নির্ভর করবে তোমাদের ওপর, তোমরা মুক্ত পরিবেশ পেয়েও অধ্যাবসায়ী হবে, পরিশ্রমী হবে- যা তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে সকল ক্লাব সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে তার সঙ্গে যুক্ত হয়ে নিজেকে সম্মৃদ্ধ করবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটা মুক্ত ক্যাম্পাস।
আমরা ভয় থেকে, অন্যায় থেকে মুক্ত একটা ক্যাম্পাস তৈরি করতে চাই। তিনি আরো বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরাই হলে আসন বরাদ্দ পাবে। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে এক্ষেত্রে নোয়াখালীবাসীর সহযোগিতা চান। তিনি বলেন শিক্ষার্থীরা নোয়াখালীর মেহমান, তাই এ অঞ্চলের সকলের উচিত ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করা।
উপাচার্য আরও বলেন, আমাদের চেষ্টা হলো নোবিপ্রবিকে বিশ্বমানের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা, র্যাঙ্কিংয়ে ৫০০ এর মধ্যে নিয়ে আসা। এ কাজে নোবিপ্রবি পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতা চান তিনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মূল ভিত্তি হলো নিজের সুকুমার বৃত্তি জাগ্রত করা। বড় পদে চাকরি করলে মানুষ বড় হয় না। মানবিক মানুষ হলো সে মানুষ যে ন্যায় অন্যায়ের ফারাক করতে জানে। এসময় তিনি শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন নোবিপ্রবি আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মো. মামুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ও আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জামসেদুল ইসলাম। দ্বিতীয় পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ জিয়াউল হক, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টলসমূহ ঘুরে দেখেন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।