প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৮:১৫ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাশ ক্যাডেট কোর ( বিএনসিসি) এর ৭ম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদন্নোতি পেয়েছে ক্যাডেট সার্জেন্ট মিরাজ মাহমুদ।
১০ ফেব্রুয়ারি বিএনসিসির ময়নামতি রেজিমেন্টে দুপুর ১২ টা নাগাদ তাকে সিইউও র্যাংক পরিয়ে দেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটান্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং ৬ বিএনসিসি ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুল্লাহ রাকিব, বিএনসিসিও।
২’রা ফেব্রুয়ারি ২০২৫ রেজিমেন্ট কমান্ডারের পক্ষে মেজর মুনতাসির আরাফাত সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে ক্যাডেট সার্জেট হতে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদন্নোতি দেয়া হয়।
সিইউও মিরাজ মাহমুদ নোবিপ্রবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি গত ১৪ জানুয়ারি হতে ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত ময়নামতি রেজিমেন্ট ক্যাম্পিং ২০২৪-২৫ এ ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও পদে পদন্নোতি পরিক্ষা দেন। উক্ত পরিক্ষাতে সামরিক বিজ্ঞান, ড্রিল, অস্ত্রের পরিক্ষা, লিখিত এবং ভাইবাতে অংশগ্রহণ করে চুড়ান্তভাবে উত্তীর্ণ হন।
সিইউও র্যাংক পরিধান করে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে সিইউও মিরাজ মাহমুদ বলেন, আজ আমি আমার প্রতীক্ষিত স্বপ্ন আয়ত্ত করতে পেরেছি। ধন্যবাদ জানাতে চাই ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার এবং এডজুটেন্ট স্যারকে। যারা আমাকে যোগ্য মনে করে এ দায়িত্ব অর্পন করেছেন। এখন এ দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।