চট্টগ্রাম

পটিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ৪:২১:৩১ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি

রাস্তার পাশে পড়ে রয়েছে পল্লী বিদ্যুৎতের ট্রান্সফরমারের খোলস৷ তবে ছিল না শুধু তেল ও কয়েল। সংঘবব্ধ চোরের দল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর পাড়ার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারের যন্ত্রাংশ কৌশলে খুলে নিয়ে যায়।

বর্তমানে ওই এলাকার শতাধিক পরিবার অন্ধকারে রয়েছে। জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকাটি জনবহুল এলাকা। ওই এলাকার বিধান মাষ্টারের বাড়ির সামনে রয়েছে পল্লী বিদ্যুৎতের একটি বৈদ্যুতিক খুঁটি। এক খুঁটিতে রয়েছে ২টি ট্রান্সফরমার। খুঁটিতে বিশেষ কায়দায় লোহা ঢুকিয়ে উপরে উঠে চোরের দল। পরে ট্রান্সফরমারটি নিচে ফেলে কৌশলে তেল ও কয়েল খুলে চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক খুঁটি থেকে যেভাবে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে তাতে বুঝা যায় চুরি কাজে অভিজ্ঞতা রয়েছে। চোরের দল খুঁটিতে উঠে বিদুৎতের ট্রান্সফরমার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে এ চুরি করে। পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খবর পাওয়ার পর বিদ্যুৎ অফিসের সংশিষ্টদের পাঠিয়েছেন বলে জানান।

আরও খবর

Sponsered content