প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৬:২৯:৫২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পটিয়া পৌরসভা যুবদল নেতা মো. মহিউদ্দিনকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (১২ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া পৌর যুবদলের সদস্য মহিউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় জেলা পরিষদের মার্কেটের ২য় তলায় আবেদ আমিরী নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে যুবদল নেতা মহিউদ্দিনসহ আরো অনেকেই হামলা ও ভাঙচুর করে। এ ঘটনাটি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসলে ঘটনার ২ দিনের মধ্যে পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিনের বিরুদ্ধে কঠোর সিন্ধান্ত নিতে বাধ্য হন।