চট্টগ্রাম

সীতাকুণ্ডে নারী শ্রমিককে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৩টার সময় গোপান সংবাদের ভিক্তিতে উপজেলার ছোট দারোগারহাটস্থ লালানগর এলাকায় ফুফা ইসমাইল হোসেনের বাড়ীতে পালিয়ে থাকাবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাজিব হোসেনের নেতৃত্ব পুলিশ রবিনকে গ্রেফতার করে। এর আগে রাত ৯টার সময় ধর্ষিতার স্বামী বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করে। জানা যায়, গত ৪ ফেব্রুয়ারী রাত ৯ টার সময় স্বামীসহ সুমাইয়া আক্তার মিম তার কর্মস্থল সানমুন টেক্সটাইল গার্মেন্টসে যাওয়ার পথে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউপির ৯নং ওয়ার্ডস্থ কেশবপুর তিন রাস্তার মোড়ে রবিন মেম্বার তার অফিসের সামনে
আলমগীর কলোনীর জনৈক মহিলার ভাড়া রুমের ভিতরে নিয়ে গিয়ে কয়েকজনসহ স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন এবং দুইটি মোবাইল কেড়ে নেয়। ওই সময় ধর্ষিতার স্বামী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে খবর পেয়ে এসআই মোঃ হারুন ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। ঘটনার পর থেকে ধৃত ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী রবিন পালিয়ে যায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ভিকটিমের স্বামী মামলা দায়েরের পর আসামীকে গ্রেফতারের অভিযান চালানো হয়। রাত তিনটার সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার সকালে ধৃত আসামী জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিন মেম্বারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ যে, ইউপি সদস্য রবিন একজন নেশাগ্রস্থ ব্যক্তি। তার বিরুদ্ধে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, মদ পান করে মসজিদের মুসল্লীদের মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া রবিন ২০১৮ সালের ১৭ অক্টোবর সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় নগরীর সরাইপাড়া থেকে পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করে।

আরও খবর

Sponsered content

Powered by