দেশজুড়ে

পরকীয়ার জেরে বন্ধুকে খুন

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ৭:০৭:৩১ প্রিন্ট সংস্করণ

পরকীয়ার জেরে বন্ধুকে খুন

যশোরের ঝিকরগাছায় পরকীয়ার বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন। 

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কাটাখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক হোসেন আফিল ডিমের ফার্মে কাজ করেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাচ্ছিল। পথে কাটাখাল মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তৌফিকের মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরকীয়ার জেরে প্রেমিকার স্বামীর ছুরিকাঘাতে তৌফিক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content