রাজশাহী

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরমাঝে ষাঁড় বাছুর প্রদান

  প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৮:১৮:০৫ প্রিন্ট সংস্করণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শত ৮১ জন সুফলভোগীর মাঝে ১টি করে ষাঁড় বাছুর প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক। ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আলোচনা সভা শেষে সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১শত ৮১ সুফলভোগীর মাঝে প্রত্যেককে ১টিকরে ষাঁড় বাছুর বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by