ঢাকা

পাংশায় গুনীজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৬:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা রাজবাড়ী প্রতিনিধি): 

সাহিত্য উৎসব ২০২২ পালনের মাধ্যমে রাজবাড়ীর পাংশায় গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।

পাংশা ছায়াপথ সাহিত্য পরিষদের আয়োজনে ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান।

প্রধান আলোচক ছিলেন, ড. কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু। বিশেষ অতিথী ছিলেন, অধ্যাপক কবি সুজয় কুমার পাল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পাংশা সিদ্দিকীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ রফিকুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন, কবি ও শিশু সাহিত্যিক সাকী মাহাবুব।

এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

সংবর্ধনা শেষে আলোচনা, কবিতা আবৃতি ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

অনুষ্ঠানিটির সহযোগিতায় ছিলেন টইটই প্রকাশন এবং মিডিয়া পার্টনার ছিলেন, ডাকপত্র টিভি।

আরও খবর

Sponsered content