চট্টগ্রাম

মিরসরাইয়ে শীর্ষ মাদক সম্রাট নুর উদ্দিন বাহার গ্রেফতার

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২২ , ৬:৪৯:৩০ প্রিন্ট সংস্করণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শীর্ষ মাদক সম্রাট মায়ানী ইউনিয়নের নুর উদ্দিন বাহারকে ২ সহযোগীসহ বাংলা চোলাই মদ প্রাচার কালে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০ টায় মিরসরাই থানাধীন ৯নং মিরসরাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ শ্রীপুর গ্রামের জনৈক আবিদুর রহমানের বসতঘরের সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরনে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে নেয়া ১০ লিটার চোলাই মদ সহ মিরসরাই থানার এসআই মোঃ আতাউর রহমান, এএসআই রাম হরিনাথ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

আটককৃতরা হলো (১)মোঃ নুরুদ্দীন বাহার (৪৬), পিতা-মৃত নুরুল মোস্তফা, সাং-মধ্যম মায়ানী (মকসুদ কেরানী বাড়ী), ৫নং ওয়ার্ড, ১৩নং মায়ানী ইউপি, ২। জয়নাল আবেদীন (৫৮), পিতা-মৃত আলী আকবর, সাং-মধ্যম মঘাদিয়া, সারেং বাড়ী, ০৮নং ওয়ার্ড, ১১নং মঘাদিয়া ইউপি, ৩। সাইফুদ্দীন মাহমুদ ফরহাদ(৪০), পিতা-মৃত আবুল কালাম, সাং-পূর্ব মায়ানী (জানা মিয়া ভূঁইয়া বাড়ী), ২নং ওয়ার্ড, ১৩নং মায়ানী ইউনিয়ন, সর্বথানা- মিরসরাই।

প্রসঙ্গত, নুর উদ্দিন বাহার মিরসরাই উপজেলার একজন শীর্ষ মাদক কারবারি। সে নিজেকে কখনো সাংবাদিক কখনো কেন্দ্রীয় যুবলীগ নেতা বলে দাবি করে‌ এছাড়া থানার ওসি এসআইদের বন্ধু পরিচয় দিয়ে মায়ানী আবুতোরাব এলাকায় দীর্ঘদিন গাঁজা, ইয়াবা ও বাংলা মদ বিক্রি করে আাসছে। গত ৩০ অক্টোবর তার সহোদর ভাই নুর আজাহার টিপু কুমিল্লা থেকে ১৮ কেজি গাঁজা আনার সময় অপর সহযোগীসহ ফেনীতে র‍্যবের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে ফেনী কারাগারে বন্দী রয়েছে। তাছাড়া এই নুর উদ্দিন বাহার আরও ৫/৬ বছর আগে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় পাচারকালেও গ্রেফতার হয়েছে।

মিরসরাই থানা পুলিশ সূত্রে প্রকাশ, ইতিমধ্যে ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। নুরুদ্দিন বাহার এর নামে থানায় একাধিক মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by