দেশজুড়ে

পাইকগাছার সাবেক স্পীকার মরহুম শেখ রাজ্জাক আলী’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

  প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৭:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : 

পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম শেখ রাজ্জাক আলী এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল‌ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।  বুধবার সকালে প্রথমে স্থানীয় হিতামপুর জামে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে কোরআনখানি পরে মরহুম শেখ রাজ্জাক আলী এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

অতঃপর এনতাজ আলী স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে আলোচনা সভায় স্পীকার রাজ্জাক আলী’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাঠগারের সিনিয়র সহ-সভাপতি সিনিয়র আইনজীবী জিএ সবুর, নির্বাহী সচিব শেখ কামরুল ইসলাম, অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ, এ্যাডঃ অনাদি কুমার মন্ডল ও এটিএম নাদিরুজ্জামান, শেখ ছিদ্দিকুর রহমান মুক্ত, শেখ আজাদুল হক, শেখ জিয়াদুল হক, গ্রন্থগারিক কল্লোল মল্লিক, শেখ আঃ আজিজ, শেখ আলতাফ হোসেন। দোয়া পরিচালনা করেন হিতামপুর জামে মসজিদের ইমাম । এসময়ে মাদ্রাসার ছাত্র ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by