বরিশাল

পাথরঘাটায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৭:৩৩:২৯ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটা দিকে পাথরঘাটা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর ইয়ুথ হাবের হলরুমে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার থার্ডজেন্ডার (তৃতীয় লিঙ্গ) দশজন সহ এনএনএস এর পাংখুরী যুব সংঙ্ঘ, একতা যুব সংঙ্ঘ, নীলকন্ঠ যুব সংঙ্ঘ, অসংক্য যুব সংঙ্ঘ, স্বপ্ন ঝুড়ি যুব সংঙ্ঘ, জাগ্রত যুব সংঙ্ঘের সদস্যরা উপস্থিত ছিলো।
এ আলোচনা সভাটি একশেন এইডের অর্থায়নে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়ন করে।
এসময় উপস্থিত ছিলেন, এনএসএস এর প্রোজেক্ট কোওরডিনেট দেবাশীষ কর্মকার, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, ফিন্যান্স এন্ড এডমিন রুহুল আমিন, ইয়ুথ পেয়ার গ্রুপ ফেসিলিটেটর মোঃ জুবায়ের ইসলাম এছাড়াও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত থার্ডজেন্ডার (তৃতীয় লিঙ্গ) এর আয়েশা বলেন, আমাদের নিয়ে সমাজের যে খারাপ চিন্তা চেতনা আছে সেগুলো দুর নাহলে মানুষ হিসেবে বাচাটাই কষ্টের। সমাজ নারী-পুরুষকে যে সন্মান দেয়, আমাদের একই ভাবে সন্মান দিলে আমার মানুষ হিসেবে ভালো করে বাঁচতে পারি।

আরও খবর

Sponsered content

Powered by