
পলিটিকাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (পিআরএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডে একটি হোটেলে সংগঠনের এক সভায় এই কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি মুহাম্মদ আলমের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মো: মহসিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। আগামী দিনে সংগঠনকে সূচারুরূপে পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নতুন কমিটির সভাপতি- খোন্দকার কাওছার হোসেন (সাবেক ভোরের কাগজ), সিনিয়র সহ-সভাপতি- জাহিদুল ইসলাম রনি (সংবাদ প্রতিদিন), সহ-সভাপতি- মো. মহসিন হোসেন (সারাবাংলা.নেট), সাধারণ সম্পাদক- ইউসুফ আলী (মাইটিভি), যুগ্ম সম্পাদক- মুহিববুল্লাহ মুহিব (বাংলাভিশন) ও সুজন দে (ভোরের ডাক), অর্থ সম্পাদক- মো. শরীফুল ইসলাম (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক- উমর ফারুক (যায়যায়দিন), দপ্তর সম্পাদক- ডি এম আমিরুল ইসলাম অমর (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক- হুমায়ুন কবির (মোহনা টিভি), নারী সম্পাদক- দিনার সুলতানা (বিটিভি), নির্বাহী সদস্য-মুহাম্মদ আলম (সংবাদ প্রতিদিন), মনিরুল ইসলাম (আমাদের সময়.কম), রাশেদুল হক (বাংলাবাজার), সুমন প্রামাণিক (ভয়েজ অব এশিয়া), অমরেশ রায় (সমকাল), সৈয়দ সাইফুল ইসলাম (শীর্ষ নিউজ),মো. কামরুল হাসান (সমকাল), জেহাদ হোসেন চৌধুরী (দৈনিক সময়), জাহিদ বিপ্লব (ঢাকাটাইমস), মাহমুদুল হাসান (এনটিভি), কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), রফিক মৃধা (দিনকাল), বোরহান উদ্দিন (ঢাকা মেইল)।