Uncategorized

পিরোজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময়

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৬:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময়

ছাত্রসমাজকে মাদক ও মোবাইল আসক্তি  (অনলাইন জুয়া) থেকে দূরে রাখার নিমিত্তে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ১২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশের পক্ষ থেকে প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। একই সাথে আইন শৃঙ্খলা সংক্রান্তে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। 

পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। পুলিশ সুপার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত করেন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং শহীদ আবু সাঈদের আদর্শ ধারণ ও লালন করার জন্য উদ্ধুদ্ধ করেন।

পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে ছাত্র-শিক্ষকদের সহায়তা কামনা করেন। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে ছাত্রসমাজকে অগ্রগণ্য ভূমিকা পালনের নির্দেশনা দেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। পিরোজপুরের ১৪৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জেলা পুলিশের মতবিনিময় সভা সম্পন্ন হবে।

আরও খবর

Sponsered content