চট্টগ্রাম

চাঁদপুরে ‘ঈদের আনন্দ’ ভাগাভাগি করলেন শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম

  প্রতিনিধি ৭ মে ২০২১ , ৭:১১:৪৮ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর:

চাঁদপুরের মতলব উত্তরে প্রতিবারের ন্যায় এবারেও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণের মাধ্যমে ‘ঈদ আনন্দ’ ভাগাভাগি করেন এ্যাবলুম ডিজাইন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।
গতকাল শুক্রবার দিনভর ছেংগারচর পৌরসভার সাদেক নগর গ্রামের নিজ বাড়িতে আগত নারী-পুরুষের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়। মাহবুবুর রহমান সেলিম এভাবেই যাতে অসহায়দের পাশে দাঁড়াতে পারে স্রষ্টার নিকট সেই প্রার্থণাই করেন ঈদে নতুন কাপড় পেয়ে আনন্দিত মানুষগুলো।
এসময় ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব,উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের যুগ্ন আহ্বায়ক জসিম সরকার, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, পৌর যুবলীগ নেতা মুছা বেপারী, পৌর যুবলীগ নেতা ইসমাইল হোসেন, জেলা যুবলীগের সাবেক নেতা মহিবুল্লাহ খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আর মহামারী করোনা ভাইরাসের কারনে বিশ্ব এখন থমকে গেছে। তবে অসহায়রা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যনুযায়ী এভাবে গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন। সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by