প্রতিনিধি ৬ এপ্রিল ২০২১ , ৭:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে পুলিশকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেছে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি তার। গ্রেফতার করা হয়েছে তাকে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে নগরীর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মহিউদ্দিন ওরফে মন্টু।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মহিউদ্দিন ওরফে মন্টু মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্তকারী অফিসার মানিক ঘোষ মন্টুকে গ্রেফতার করতে তার বাসায় যান। মন্টুর বাসায় গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মন্টু কনস্টবল বিভাসের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। আহত করেন কনস্টেবল সুমনকেও। তবে মন্টুকে শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হন তারা।
আহত সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।